31 C
আবহাওয়া
১:২০ অপরাহ্ণ - এপ্রিল ১৫, ২০২৫
Bnanews24.com
Home » খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু

খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু


বিএনএ, ঢাকা : রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় মো. আশিক (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশিকের বান্ধবী লাবন্য আক্তার  বলেন, বিজয় দিবসে আমি ও আশিক ঘুরতে বের হই। খিলগাঁওয়ের বাগিচা রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় আশিক। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান সে মারা গেছে।

উত্তরার একটি কনফেকশনারিতে কাজ করতেন আশিক। তিনি সেখানে সিরাজ মার্কেট এলাকায় থাকতেন। তার বাবার নাম মো. জামাল উদ্দিন।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ