17 C
আবহাওয়া
৫:৫৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » দেশে করোনায় আরও তিনজনের মৃত্যু

দেশে করোনায় আরও তিনজনের মৃত্যু


বিএনএ, ঢাকা : করোনায়  আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৪১ জনে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই সময়ে নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২৫৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৫৫৯ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ১১৪ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের দুইজন পুরুষ, একজন নারী। এদিন একজন করে মারা গেছেন ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ