26 C
আবহাওয়া
৭:২৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » ফুল দেওয়া নিয়ে কিশোরগঞ্জে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ফুল দেওয়া নিয়ে কিশোরগঞ্জে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ফুল দেওয়া নিয়ে কিশোরগঞ্জে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

বিএনএ,কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় বিজয় দিবসে বঙ্গবন্ধুর মুর‌্যালে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে । এ সময়  মুক্তিযোদ্ধা-সাংবাদিকসহ ১০নেতা-কর্মী আহত হয়েছে।বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর)  সকালে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনার সূত্রপাত হয়।

জানা যায়, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ তার অনুসারীদের নিয়ে সকালে পাকুন্দিয়া উপজেলা চত্বরের বঙ্গবন্ধুর মুর‌্যালে ফুল দিয়ে চলে যান। পরে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সোহরাব উদ্দিন ও তার সমর্থকরা এগিয়ে গেলে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।প্রায় ঘণ্টাব্যপী চলা এ সংঘর্ষে প্রায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ্ উদ্দিনসহ ২ জন মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছে।   একজনের অবস্থা গুরুতর হওয়া তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে উপজেলা পৌর সদর বাজারের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ