বিএনএ,চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও আদর্শ শিক্ষক ফেডারেশন এর কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মদ শাহজাহান বলেছেন, আদর্শ জাতি ও রাস্ট্র গঠনে শিক্ষক সমাজকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষক সেই মেরুদন্ডের মুল ভিত্তি। আদর্শ শিক্ষক ছাড়া শিক্ষার নৈতিক মান ধরে রাখা অসম্ভব।
শনিবার (১৬ নভেম্বর) পটিয়া উপজেলার হল টুডে কনভেনশন সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত শিক্ষক দায়িত্বশীল সম্মেলনে-২৪ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, জুলাই আন্দোলনের ৫আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুথানের পর এই দেশে ন্যায় ও ইসলাম পন্থীদের কাজ করার সুযোগ হয়েছে। এই সুযোগ ইসলাম পন্থী আদর্শিক শিক্ষক সমাজকে কাজে লাগাতে হবে। তাহলে বাংলাদেশের জনগন যে কাঙ্ক্ষিত শিক্ষা ব্যবস্থা ও জাতি দেখতে চাই সেই কাঙ্ক্ষিত জাতি গঠন করতে পারব বলে আশা করছি।
ফেডারেশনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহেরের সঞ্চলনায় সম্মেলনের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের তত্বাবধায়ক অধ্যাপক আহসান উল্লাহ।
সম্মেলনে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি ড. আবু বকর রফিক বলেন, নীতিহীন শিক্ষা ব্যবস্থা জাতির শিক্ষা হতে পারে না। জাতির মুক্তির জন্য কুরআনের শিক্ষার বিকল্প নাই। আদর্শ শিক্ষক হওয়ার জন্য যে সব গুণাবলী রয়েছে আজকের শিক্ষক সমাজকে সেই সব গুণের অধিকারী হওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আহম আলী বলেন, সমাজে আদর্শ শিক্ষক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। শুধু পেশা হিসেবে নয় দাওয়াতের কাজ হিসেবে নিতে হবে। অধ্যায়ন ও দায়িত্ব সচেতনতার মাধ্যমে নিজেদের মহান এই পেশায় নিয়োজিত করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রাটারি অধ্যক্ষ বদরুল হক, উত্তর জেলা ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ নুরুন্নবী, অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীসহ কলেজ, মাদ্রাসা ও স্কুল শিক্ষক প্রতিনিধিরা।
বিএনএনিউজ/ নাবিদ