25 C
আবহাওয়া
৭:১০ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৪

রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ২৬

বিএনএ, ঢাকা : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য বহন ও সেবনের অপরাধে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (১৬ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত চালানো অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩৪ জনকে গ্রেপ্তার হয়েছে। এ সময় তাদের কাছ থেকে কেজি ১৩০ গ্রাম গাঁজা, ৭০ পিস ইয়াবা, নয় গ্রাম হেরোইন ও ৪০০ মিলি দেশি মদ উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে ১৩টি মামলা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ