22 C
আবহাওয়া
২:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে আহত ৩

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে আহত ৩

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে আহত ৩

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা সন্ত্রাসীদের গুলিতে ৩ রোহিঙ্গা আহত হয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন ৩ নম্বর ক্যাম্পের ডি/৪৮ ব্লকের মো. ইয়াছিন (১৫), একই ব্লকের কাসিম (১৭) এবং নুরুল হক (৫৬)।

জানা যায়, বুধবার রাতে ৪ নম্বর ক্যাম্প থেকে আরসার ৪০/৫০ জনের একটি গ্রুপ ক্যাম্প-৩ এলাকায় হামলা ও গোলাগুলি করে। এসময় ৩ জন রোহিঙ্গা আহত হলে আশেপাশের রোহিঙ্গারা তাদের উদ্ধার করে নিকটস্থ আইওএমের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।

আরও পড়ুন: ১০৩ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে ৪নং ক্যাম্প থেকে ৩ নম্বর ক্যাম্পে কথিত আরসার একটি গ্রুপ হামলা ও গোলাগুলি করলে ৩ রোহিঙ্গা আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় হাপাতালে নেওয়া হয়েছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/ ফরিদুল আলম শাহীন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ