19 C
আবহাওয়া
৭:৪২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » রেডিসনে যুবকের রহস্যজনক মৃত্যু

রেডিসনে যুবকের রহস্যজনক মৃত্যু

রেডিসনে যুবকের রহস্যজনক মৃত্যু

বিএনএ,চট্টগ্রাম : পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে আরিফ কবির (২৪) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আরিফ কবির ঢাকার মোহাম্মদপুর থানার তাজমহল রোডের এনামুল কবিরের ছেলে।

কোতোয়ালী থানার ওসি তদন্ত চৌধুরী রেজাউল করিম জানান, হোটেলটির ২০ তলার রেস্টুরেন্ট সংলগ্ন ওপেন স্পেস থেকে আরিফ লাফ দিয়ে ৬ তলায় পড়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছে হোটেল কর্তৃপক্ষ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা, মোবাইলের কল রেকর্ড সংগ্রহসহ তদন্ত করে দেখা হচ্ছে পুরো ঘটনা। আরিফ রেস্টুরেন্টে কাদের সঙ্গে গেছে তাও খতিয়ে দেখা হচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের উপ পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন হোটেল কর্তৃপক্ষ ‘র বরাত দিয়ে বলেন, ২০ তলা থেকে আরিফ ৬ তলায় পড়েছিলেন। সেখান থেকে মরদেহ উদ্ধার করে রাত সোয়া ১০টার দিকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/আমিন

Loading


শিরোনাম বিএনএ