18 C
আবহাওয়া
৫:১৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » মেসির হ্যাটট্রিক : বলিভিয়াকে ৬-০ গোলে হারালো আর্জেন্টিনা

মেসির হ্যাটট্রিক : বলিভিয়াকে ৬-০ গোলে হারালো আর্জেন্টিনা

বলিভিয়াকে ৬-০ গোলে হারালো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক:  আর্জেন্টিনা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে বলিভিয়াকে উড়িয়ে দিয়েছে, লিওনেল মেসির হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে দলটি। অর্ধ ডজন গোল দিয়ে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে আলবিসেলেস্তারা।

আগের দুই ম্যাচে আর্জেন্টিনা কিছুটা বিপাকে ছিল। কলম্বিয়ার বিপক্ষে হারের পর ভেনেজুয়েলার মাঠে ড্র করে পয়েন্ট হারায়। তবে আজ বুধবার ভোরে (বাংলাদেশ সময় ১৬ অক্টোবর ২০২৪) ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে খেলে ৬-০ গোলের বিশাল জয় নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

মেসি তার অসাধারণ হ্যাটট্রিক দিয়ে আন্তর্জাতিক ফুটবলে আরও একটি কীর্তি গড়েছেন। এই হ্যাটট্রিকটি ছিল আর্জেন্টিনার জার্সিতে তার দশম, যা তাকে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে নিয়ে গেছে, যারও আন্তর্জাতিক হ্যাটট্রিক সংখ্যা ১০।

তবে একটি জায়গায় মেসি এগিয়ে আছেন। ১৮৯ ম্যাচে এই মাইলফলকে পৌঁছেছেন তিনি, যেখানে রোনালদো খেলেছেন ২১৫টি আন্তর্জাতিক ম্যাচ। যদিও সর্বোচ্চ হ্যাটট্রিকের অধিকারী হতে মেসিকে এখনো আরও তিনটি হ্যাটট্রিক করতে হবে।

বুয়েনস আইরেসে এদিন যেন ছিল শুধুই মেসির দিন। তিনি যেমন হ্যাটট্রিক করেছেন, সতীর্থদের দিয়েও করিয়েছেন দুটি গোল। এমন উজ্জ্বল পারফরম্যান্সের দিনে বলিভিয়াকে খেলায় পিছু হটিয়ে দিয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা।

প্রথম গোলটি আসে ১৯তম মিনিটে, যখন মার্তিনেসের সহায়তায় গোল করেন মেসি। ৩৫তম মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে বাঁকানো ফ্রি কিক নিলেও বলিভিয়ার গোলরক্ষক দক্ষতায় তা রুখে দেন।

তারপরও আট মিনিট পর দ্বিতীয় গোলটি আসে। মার্তিনেসের গোলটি তৈরি করে দেন মেসি।

দুই গোলের ধাক্কা সামলানোর আগেই আবারও পিছিয়ে পড়ে বলিভিয়া। মেসির উঁচু করে বাড়ানো ফ্রি কিক থেকে আলভারেজ গোল করে দলকে এগিয়ে নেন। বিরতিতে ৩-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধেও খেলার নিয়ন্ত্রণ ধরে রাখে আর্জেন্টিনা। ৬৫ মিনিটে আলভারেজের বদলি হিসেবে নামা আলমাদা ৭০তম মিনিটে চতুর্থ গোলটি করেন নাহুয়েল মোলিনার পাস থেকে।

এরপরের গল্পটা শুধুই মেসির। ৮৪তম মিনিটে এসেকিয়েল পালাসিওসের পাস থেকে ডান পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

মিনিট দুয়েক পর নিকো পাজের ব্যাক পাস থেকে ডি বক্সের ঠিক বাইরে থেকে নিজের তৃতীয় ও দলের ষষ্ঠ গোলটি করেন মেসি, পূর্ণ করেন হ্যাটট্রিক।

এই জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে মেসির ১১২তম গোলের দেখা মিলেছে। সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তালিকায় তার উপরে কেবল ক্রিস্টিয়ানো রোনালদো, যার গোল সংখ্যা ১৩৩।

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ