29 C
আবহাওয়া
৪:২৬ পূর্বাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে পোল্ট্রি ও ফিশ ফিডে ট্যানারি বর্জ্য: চার লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে পোল্ট্রি ও ফিশ ফিডে ট্যানারি বর্জ্য: চার লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে পোল্ট্রি ও ফিশ ফিডে ট্যানারি বর্জ্য চার লাখ টাকা জরিমানা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকায় দুটি প্রতিষ্ঠান থেকে ১৮৩ বস্তা ক্রোমিয়াম  যুক্ত ট্যানারির বর্জ্য এবং ক্রোমিয়াম যুক্ত শ্রিম্প পাউডার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

মাছের খাবার এবং পোল্ট্রি ফিডের সাথে এসকল ট্যানারির বর্জ্য পদার্থ মেশানোর দায়ে প্রতিষ্ঠান দুইটির মালিককে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র এএসপি রায়হান মুরাদ এবং সিনিয়র এএসপি মো. শরীফুল আলম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, চাক্তাই এলাকায় পোল্ট্রি ফিড ও ফিশ ফিড উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। এসময় মেসার্স আদিত্য ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠান থেকে ১৫০ বস্তা ক্রোমিয়াম যুক্ত ট্যানারির বর্জ্য এবং মেসার্স নূর এন্টারপ্রাইজ থেকে ৩৩ বস্তা ক্রোমিয়াম যুক্ত শ্রিম্প পাউডার জব্দ করা হয়।

আরও পড়ুন: রাজধানীতে পৃথক অভিযানে আট ছিনতাইকারী আটক

তিনি আরও বলেন, মাছের খাবার এবং পোল্ট্রি ফিডের সাথে এসকল ট্যানারির বর্জ্য মেশানো হচ্ছিল। এ অপরাধে মেসার্স আদিত্য ট্রেডার্স’র মালিক আশু দাসকে ২ লাখ টাকা এবং নূর এন্টারপ্রাইজের মালিক মো. নূর আবছারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত পণ্যগুলো জনসমক্ষে ধ্বংস করা হয়।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ