23 C
আবহাওয়া
৪:৪৮ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » বারহাট্টায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বারহাট্টায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


বিএনএ, নেত্রকোণা: নেত্রকোণার বারহাট্টায়  অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার রায়পুর ইউনিয়নের কংস নদের ফকিরের বাজারের এলাকা থেকে পানিতে ভাসমান অবস্থায় শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উদ্ধার করা হয় মরদেহটি।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা রাতে ফকিরের বাজারের পাশে কংস নদের পানিতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা ৯৯৯-এ কল দিলে ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুলতান আহমেদ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন।

ওসি খোকন কুমার সাহা জানান, মরদেহটি অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির (৪০)। উচ্চতা ৫ফুট ৬ ইঞ্চি, মাথা ন্যাড়া করা, গাঁয়ের চামড়া ঢিলা। পরনে জিন্সের প্যান্ট ছিল। ময়না তদন্তের জন্য মরদেহটি আজ শনিবার নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরিচয় ও রহস্য উদঘাটনে সার্বিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিএনএ/ফেরদৌস আহমাদ বাবুল, ওজি /হাছিনা আখতার মুন্নী

Loading


শিরোনাম বিএনএ