32 C
আবহাওয়া
৭:৩৫ অপরাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » বঙ্গোপসাগরে ট্রলারে ভাসতে থাকা ১৭ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে ট্রলারে ভাসতে থাকা ১৭ জেলে উদ্ধার

কোস্টগার্ড

বিএনএ ডেস্ক: ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের পাঁচদিন ভাসতে থাকা ১৭ জেলেকে উদ্ধার করেছেন কাস্টগার্ড সদস্যরা। শনিবার সকাল ৮টার দিকে বাগেরহাটের মোংলার মান্দারবাড়ীয়া এলাকা থেকে বিকল ট্রলারসহ ওই জেলেদের উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, এফ. বি. মা নামের ফিশিং ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে ১৭ জেলে সাগরে ভাসছিল। শুক্রবার খবর পেয়ে ওই ট্রলারটির অবস্থান শনাক্ত করে কোস্ট গার্ড। শনিবার সকাল ৮টায় মোংলা কোস্ট গার্ডের দোবেকি ও কচিখালী ষ্টেশনের সদস্যরা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন। পরে ওই জেলেদের মান্দারবাড়ী ফরেস্ট ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের পরবর্তীতে বরগুনার পাথরঘাটার কোস্ট গার্ড কন্টিনজেন্টে নিয়ে যাওয়া হবে।

এদিকে জেলে মহাজন গোলাম মোস্তফা চৌধুরী জানান, বরগুনার পাথরঘাটার বাদুরতলা গ্রামের মো. সালামের এফ. বি. মা নামের ট্রলারটি ১৭ জন জেলে নিয়ে গত ১০ সেপ্টেম্বর সাগরের উদ্দেশে ছেড়ে যায়। দুদিন পরে ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের মান্দারবাড়ীয়া এলাকায় ভাসতে থাকে ট্রলারটি। ট্রলারের মাঝি জামাল মিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় মোবাইলে মহাজনকে বিষয়টি জানান। পরে কোস্ট গার্ডের শরণাপন্ন হন। এরপর কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আনন্দ শোভাযাত্রার মোটিফে আগুন দেওয়া ব‍্যক্তি শনাক্ত পহেলা বৈশাখে চট্টগ্রামের ব‌ন্দিরাও পাবেন পান্তা ই‌লিশ বুকে ব্যথা নিয়ে চমেক হাসপাতালে নদভী গাজায় গণহত্যার প্রতিবাদে বোয়ালখালীতে হাওলা দরবারের সমাবেশ জিপিএইচ কারখানায় লিফট ছিঁড়ে ২ শ্রমিক নিহত চট্টগ্রাম বারের নির্বাচন নিয়ে বিতর্ক: এডহক কমিটির সদস্যের পদত্যাগ বাংলাদেশি পাসপোর্টে ‘একসেপ্ট ইসরায়েল’ শর্ত পুনর্বহাল শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ৭ দিনের রিমান্ড, আ‌রও আট মামলায় গ্রেফতার চৈত্র সংক্রান্তি: বাংলা বছরের বিদায়ী দিনে শিরীষতলায় বর্ষ বিদায়ের আয়োজন আনোয়ারায় বিদ্যুৎ বন্ধ করে নারী-পুরুষের ওপর হামলা, থানায় মামলা