25 C
আবহাওয়া
৩:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৪
Bnanews24.com
Home » ফেনীতে নারী ভিক্ষুক ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই

ফেনীতে নারী ভিক্ষুক ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই

ফেনীতে নারী ভিক্ষুক ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই

বিএনএ, চট্টগ্রাম: ফেনী সদরের আলোচিত ও চাঞ্চ্যলকর স্বামী পরিত্যক্তা নারী ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূলহোতা মেহরাজসহ দুই ধর্ষণকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) পৃথক অভিযানে ফেনীর লালপুল ও দাগনভুইয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নোয়াখালীর হাতিয়া উপজেলার ইউনুছপুর ফকিন্নিপাড়ার মৃত রুহুল আমিনের ছেলে মেহরাজ (৩৫) এবং নোয়াখালী সদর উপজেলার চরজুবলীর মৃত আলী আহম্মদের ছেলে সালাউদ্দিন (৩৫)।

শনিবার (১৬ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এ তথ্য নিশ্চিত করে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ সেপ্টেম্বর কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধর্মপুর থেকে ভিক্ষা করে ফেনী সদর উপজেলার ছনুয়ায় আসলে মেহরাজের সাথে ভুক্তভোগীর পরিচয় হয়। মেহরাজ ভুক্তভোগীকে বিভিন্ন লোকজনের কাছ থেকে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়ে এবিএম ব্রিক ফিল্ডের শ্রমিকদের শোয়ার কক্ষে নিয়ে যায়। কৌশলে ওই নারী ভিক্ষুককে মেহরাজ এবং তার অন্যান্য ৭/৮ জন সহযোগী মিলে পালাক্রমে একাধিকবার ধর্ষণ করে। পরে ধর্ষণকারীরা ভুক্তভোগীকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে রেখে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্যাতিত ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ৮ জনকে এজাহারনামীয় এবং ২/৩ জনকে অজ্ঞাতনামা করে ফেনী মডেল থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলারে ভাসতে থাকা ১৭ জেলে উদ্ধার

র‌্যাব আরও জানায়, ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী সালাউদ্দিন ফেনী মডেল থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় অবস্থান করছে। গোপন সংবাদে এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে গ্রেপ্তার সালাউদ্দিনের স্বীকারোক্তি মতে তথ্য প্রযুক্তির সহায়তায় গণধর্ষণের মূলহোতা পলাতক আসামী মেহরাজকে ফেনী জেলার দাগনভূইয়া থানার ধীলপুর এলাকা থেকে ওইদিনই গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামীরা গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী এবং তারা পরস্পর যোগসাজশে ভিক্ষুক নারীকে আর্থিক সহায়তার কথা বলে সংঘবদ্ধ ধর্ষণ করে বলে স্বীকার করে। উক্ত ঘটনার পর থেকেই তারা ছদ্মবেশ ধারণ করে ফেনী জেলার বিভিন্ন জায়গায় আত্মগোপনে করেছিল বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

গ্রেপ্তার আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ