বিএনএ, নরসিংদী : নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেছে অটোরিকশার তিন যাত্রীর। এসময় আহত হয়েছেন চালকসহ ৩ জন। শুক্রবার (১৫ সেপ্টম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভিটিমরজালে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বড়চর গ্রামের কাসেম মিয়ার স্ত্রী দোলনা বেগম (৫৫), তার নাতি আরিয়ান (৭) ও বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের রানা মিয়া (১৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ব্রাহ্মণবাড়িয়াগামী লাবিবা পরিবহনের বাস ভৈরবগামী অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে অটোরিকশাটি খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এসময় অটোরিকশার ৩ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহত চালকসহ ৩ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেন। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ও বেলাব ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে ভৈরব হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।
ভৈরব হাইওয়ে থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা একজনের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।
বিএনএনিউজ/এইচ.এম।