বিএনএ, ক্রীড়াডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিপক্ষে প্রথমার্ধেই চার গোলে এগিয়ে আছে । একচেটিয়া প্রাধান্য নিয়ে খেলছে সাবিনা-কৃষ্ণারা।
ম্যাচের প্রথম আক্রমণ থেকেই গোল আদায় করে নেয় বাংলাদেশ। দ্বিতীয় মিনিটে মাঝমাঠ থেকে আসা পাস ধরে সিরাত জাহান স্বপ্না গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়ান।
১৭তম মিনিটে গোলরক্ষককে কাটিয়ে দূরূহ কোণ থেকে দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন সাবিনা। মাঝমাঠের একটু উপর থেকে নিখুঁত ক্রসে এই গোলের সুর বেঁধে দিয়েছিলেন মারিয়া মান্ডা। ৩০তম মিনিটে মনিকার আড়াআড়ি ক্রসে কৃষ্ণার হেড এক ড্রপ খেয়ে জালে জড়ালে ম্যাচে চালকের আসনে বসে বাংলাদেশ।
৩৫ মিনিটে গোল করে ব্যবধান ৪-০ করেন বদলি খেলোয়াড় রিতুপর্ণা চাকমা।
ভুটানকে হারিয়ে ফাইনালে উঠতে পারলে বাংলাদেশের প্রথম লক্ষ্য পূরণ হবে। সেই সাথে দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে বাংলাদেশের।
বিএনএ/ ওজি