Bnanews24.com
Home » জেলা পরিষদে ১৯ চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায়
টপ নিউজ বাংলাদেশ রাজনীতি সব খবর সারাদেশ

জেলা পরিষদে ১৯ চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায়

জেলা পরিষদ নির্বাচন

বিএনএ ডেস্ক: জেলা পরিষদ নির্বাচনে ১৯ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা সবাই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি বাদে বাকি ৬১ জেলা পরিষদের নির্বাচন আগামী ১৭ অক্টোবর।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৬১ জেলায় চেয়ারম্যান পদে ১৬২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১ হাজার ৯৮৩ জন আর সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৭১৫ জন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, নওগাঁ, নারায়ণগঞ্জ, ফেনী, বরগুনা, বাগেরহাট, ভোলা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, লালমনিরহাট, শরীয়তপুর, সিরাজগঞ্জ ও সিলেটে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৮ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত‌্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৬ সেপ্টেম্বর। যেসব জেলায় নির্বাচন হবে সেখানে ভোট গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে। সংশ্লিষ্ট জেলা প্রশাসকেরা এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

চেয়ারম্যানসহ সদস্যসংখ্যার এক-তৃতীয়াংশ নারী সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত হয়। এ নির্বাচনে ভোটার উপজেলা পরিষদ, সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা।

তিন পার্বত্য জেলা বাদে দেশের বাকি ৬১টি জেলা পরিষদের মেয়াদ গত ১৭ এপ্রিলে শেষ হয়। এরপর ২৭ এপ্রিল বিদায়ী চেয়ারম্যানদের নিজ নিজ জেলার পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।

বিএনএ/এ আর