বিএনএ, ঢাকা : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে শপথ নিলেন আরও চারজন। বিকেল ৪টায় বঙ্গভবনে তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি।
উপদেষ্টা হিসেবে যারা শপথ নিলেন তারা হলেন– সাবেক সেনা কর্মকর্তা লে. জে.(অব.) জাহাঙ্গীর আলম, অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক সচিব ফাওজুল কবির খান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার।
গত ৫ আগস্ট ছাত্র–জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মাধ্যমে তার সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়।
শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী ড. মুহম্মদ ইউনূস।
আজ শপথ নেয়া ৪ জনসহ অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো ২১ জনে।
বিএনএ, এসজিএন/হাসনা