17 C
আবহাওয়া
৫:৫২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » Women’s World Cup : গোল্ডেন বুট ও বল কার ঘরে যাচ্ছে

Women’s World Cup : গোল্ডেন বুট ও বল কার ঘরে যাচ্ছে

ফিফা নারী ফুটবল বিশ্বকাপ ২০২৩

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ফিফা নারী ফুটবল বিশ্বকাপ ২০২৩ (Women’s World Cup 2023) এর
ফাইনাল খেলার মধ্যে দিয়ে আগামী রবিবার নারী ফুটবলের সবচেয়ে বড় আসরের পর্দা নামবে।
বিশ্ব চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান দখলকারী দেশতো ট্রফি পাচ্ছেই। সে সাথে সবার চোখ এখন গোল্ডেন বুট, গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভস, ফিফা ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ডের দিকে।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে গোল্ডেন বল, সেরা গোলরক্ষককে গোল্ডেন গ্লাভ, ২০২৩ সালের শুরুতে ২১ বছরের কম বয়সী সেরা খেলোয়াড়কে ফিফা ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ড দেয়া হবে।

পাওয়া সবচেয়ে বড় ব্যক্তিগত পুরষ্কারগুলির মধ্যে একটি হবে গোল্ডেন বুট, যা বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার কাছে যাবে। ২০১৯ সালে, মার্কিন মহিলা জাতীয় দলের তারকা মেগান রাপিনো গোল্ডেন বুটের পাশাপাশি গোল্ডেন বল জিতেছিলেন।

২০২৩ ফিফা মহিলা বিশ্বকাপ চলছে এবং আমরা ইতিমধ্যে বিশ্বের শীর্ষ গোলদাতাদের কাছ থেকে কিছু দুর্দান্ত গোল দেখেছি। কিন্তু কোন খেলোয়াড় সবচেয়ে বেশি গোল করে টুর্নামেন্ট শেষ করবে এবং বিখ্যাত গোল্ডেন বুট নিয়ে যাবে তা নিয়ে ফুটবল প্রেমিকদের আগ্রহ অনেক।

ফিফা নারী বিশ্বকাপ((Women’s World Cup) হলো মহিলাদের ফুটবলের সর্বোচ্চ আন্তর্জাতিক আসর। ফুটবল খেলার আন্তর্জাতিক সংস্থা ফিফা’র সদস্যভূক্ত রাষ্ট্রের জাতীয় মহিলা ফুটবল দলসমূহ এই প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকে। পুরুষদের বিশ্বকাপ ফুটবলের অনুরূপভাবে এটিও প্রতি চার বছর অন্তর এই বিশ্বকাপ অনুষ্ঠিত হয়ে থাকে।

আগামী ২০ আগস্ট রবিবার ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ ২০২৩ আসরের। সেখানে ইংল্যান্ডের মোকাবিলা করবে শক্তিশালী স্পেন দল।

গোল্ডেন বুট রেস ট্র্যাকার: ২০২৩ মহিলা বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার। এখন পর্যন্ত টুর্নামেন্টের শীর্ষস্থানীয় গোলদাতাদের তালিকা দেখে নেয়া যাক:

হিনাতা মিয়াজাওয়া, জাপান – ৫
আমান্ডা ইলেস্টেড, সুইডেন — ৪
কাদিদিয়াতু ডায়ানি, ফ্রান্স — ৪
জিল রুর্ড, নেদারল্যান্ডস -৪
আলেকজান্দ্রা পপ, জার্মানি — ৪
লরেন হেম্প, ইংল্যান্ড – ৩
ইউজেনি লে সোমার, ফ্রান্স — ৩
হেইলি রাসো, অস্ট্রেলিয়া — ৩
আলবা মারিয়া রেডন্ডো ফেরার, স্পেন — ৩
আইতানা বনমাতি, স্পেন — ৩
জেনিফার হারমোসো ফুয়েন্তেস, স্পেন – ৩
লরেন জেমস, ইংল্যান্ড – ৩
অ্যালেসিয়া রুশো, ইংল্যান্ড – ২
সালমা প্যারালুয়েলো, স্পেন – ২
রেবেকা ব্লমকভিস্ট, সুইডেন — ২
স্টেফানি ক্যাটলি, অস্ট্রেলিয়া – ২
ফ্রিডোলিনা রোলফো, সুইডেন — ২
এলা টুন, ইংল্যান্ড — ১
মারিওনা ক্যালডেন্টি, স্পেন – ১
লাইয়া কোডিনা, স্পেন — ১
তেরেসা অ্যাবিলেইরা, স্পেন – ১
এসথার গঞ্জালেজ, স্পেন — ১
রাচেল ডেলি, ইংল্যান্ড — ১
ক্লো কেলি, ইংল্যান্ড — ১
জর্জিয়া স্ট্যানওয়ে, ইংল্যান্ড — ১

সূত্র: ফক্স স্পোর্টস।
বিএনএনিউজ২৪,Women’s World Cup 2023 ,জিএন

Loading


শিরোনাম বিএনএ