স্পোর্টস ডেস্ক: নতুন দল ইন্টার মিয়ামির জার্সিতে টানা ছয় ম্যাচে ৯ গোল করেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এই সুপারস্টারের ঝলকে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে লিগ কাপের ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিয়ামি।
বুধবার(১৬ আগস্ট) সুবারো পার্কে উত্তেজনাকর সেমিফাইনালে গোল করে মেসি গত ছয় ম্যাচে ৯টি গোল করার কৃতিত্ব দেখান। ফিলাডেলফিয়ার পক্ষে সান্তনাসূচক গোলটি পরিশোধ করেন আলেহান্দ্রো বেদোয়া।
আগামী শনিবার ফাইনালে নাশভিল এসসির(Nashville SC) মোকাবেলা করবে ইন্টার মিয়ামি। এনিয়ে ক্যারিয়ারে ৪২তম ফাইনাল ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জণ করবেন মেসি। মেক্সিকান ক্লাব মনটেরিকে আরেক সেমিফাইনালে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে নাশভিল।
প্রথমবারের মত মেক্সিকো ও মেজর লিগ সকারের শীর্ষ ক্লাবগুলোকে নিয়ে আয়োজিত এই লিগ কাপের ফাইনালে যুক্তরাষ্ট্রের দুই দল মুখোমুখি হবে।
ফাইনাল নিশ্চিত করায় আগামী মৌসুমে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ আঞ্চলিক টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে ইন্টার মিয়ামি। এর মাধ্যমে ২০২৫ সালে ফিফার বর্ধিত ক্লাব বিশ্বকাপেও খেলারও সম্ভাবনা তৈরী করলো ইন্টার মিয়ামি ক্লাব। সূত্র: theathletic
বিএনএনিউজ২৪,জিএন