বিশ্ব ডেস্ক: পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকার আসার পরে রেকর্ড পরিমাণ দাম বাড়ল ডিজেল ও পেট্রলের। দেশটিতে প্রতি লিটারে ২০ রুপি পর্যন্ত জ্বালানির দাম বাড়ানো হয়েছে। নতুন এই দাম বুধবার (১৬ আগস্ট) থেকে কার্যকর হবে।
দেশটির অর্থ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার থেকে ১৭.৫০ রুপি বেড়ে পেট্রলের দাম হবে লিটারে ২৯০.৪৫ রুপি। হাই-স্পিড ডিজেলের দাম ২০ রুপি বেড়ে ২৯৩.৪০ রুপি হবে লিটারে। খবর- ডন
সোমবার শপথ নেওয়া তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার অনুমোদন দেওয়ার পরে গভীর রাতে অর্থ মন্ত্রণালয় বর্ধিত দাম ঘোষণা করে।
অর্থনৈতিক সংকটে ভোগা পাকিস্তানে গত দুই মাস মূল্যস্ফীতি কিছুটা স্থিতিশীল ছিল। জ্বালানির দাম বাড়ার প্রভাব মূল্যস্ফীতিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিএনএনিউজ২৪/ এমএইচ