27 C
আবহাওয়া
৫:৪২ অপরাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » সিরিজ বোমা হামলার আসামি ১৭ বছর পর গ্রেপ্তার

সিরিজ বোমা হামলার আসামি ১৭ বছর পর গ্রেপ্তার

সিরিজ বোমা হামলার আসামি ১৭ বছর পর গ্রেপ্তার

বিএনএ,ময়মনসিংহ : ময়মনসিংহে সারা দেশ ব্যাপী সিরিজ বোমা হামলা মামলার আসামী মো. আল মাসুমকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গ্রেপ্তারকৃত মো. আল মাসুম জেলার গৌরীপুর উপজেলার ডা. আব্দুস সালামের ছেলে। সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়তুল মুজাহিদীনের সদস্য। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে র‍্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (১৫ আগস্ট) মধ্যরাতে গাজীপুর জেলার কালীয়াকৈর থানার চন্দ্রা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১৪’র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা মামলার আসামী জঙ্গি সদস্য মো. আল মাসুম গাজীপুর জেলার কালীয়াকৈর থানার চন্দ্রা এলাকায় অবস্থান করছেন। পরে এমন পেয়ে সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বেলায়েত হোসেন আরও বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়তুল মুজাহিদীন। ওই দিন সকাল ১১ টা থেকে সাড়ে ১১ টার মধ্যে দেশের ৬৩ জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঢাকার ৩৪টি স্থানসহ সাড়ে ৪শ স্পটে প্রায় ৫’শ বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এই হামলায় নিহত হন ২ জন এবং আহত হয় দু’শতাধিকের বেশী মানুষ। ওই সময় জেএমবির সিরিজ বোমা হামলায় দেশের বিভিন্ন থানায় ১৬১টি মামলা হয়।

বিএনএনিউজ২৪.কম/হামিমুর রহমান/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
সিডিএ’র ২০ হাজার কোটির ১৩ প্রকল্পের অনিয়ম তদন্ত শুরু হাটহাজারীতে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩ শহরের নিরাপদ খাদ্য ও নির্মল বাতাসের জন্য ছাদ বাগান জরুরি-সৈয়দা রিজওয়ানা দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় আইনের যথাযথ প্রয়োগের ওপর গুরুত্বারোপ সচিব মাহবুবা ফারজানার দেশে এক নারীর শরীরে এইচএমপিভি শনাক্ত বিজিবির শক্ত অবস্থানে সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ভারত- স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন কমিটি নিয়ে সংঘর্ষে বিএনপি নেতা নিহত মুঠোফোন ও ইন্টারনেট সেবায় ভ্যাট হ্রাসের দাবি, আন্দোলনের হুঁশিয়ারি ভারত-বাংলাদেশ সর্ম্পকে বাঁধা ‘হারিয়ে যাওয়া ভাই’! আওয়ামী লীগের আমলের এনআইডি আইন পর্যালোচনায় বৈঠকে ইসি