বিএনএ ঢাকা: বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জিয়াউর রহমানকে জড়িয়ে ক্ষমতাসীনরা ইতিহাস বিকৃত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এই বক্তব্য অরাজনৈতিক, শিষ্ঠাচার বহির্ভূত।
সোমবার(১৬ই আগস্ট) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে যোগ দিয়ে মির্জা ফখরুল আরও বলেন, ক্ষমতাসীনরা জিয়াউর রহমান সম্পর্কে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত আছে। খালেদা জিয়াকে রাজনীতিতে ফিরতে না দেয়ার ষড়যন্ত্র করছে সরকার। এজন্য অসুস্থ খালেদা জিয়াকে অন্তরীণ করে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার আবেদন করা হলেও অনুমতি দেয়া হচ্ছে না।
বিএনপির মহাসচিব বলেন, খালেদা জিয়া এ দেশের গণতন্ত্রের সঙ্গে একটা অবিচ্ছেদ্য নাম। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তার যে সংগ্রাম, সেটি ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। আজকেও এ মুহূর্তে তিনি সেই সংগ্রামই করে চলেছেন বলে জানান তিনি।
সে সময় নিজেদের ঐক্যবদ্ধ ও সংগঠিত করে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে বলেও জানান মির্জা ফখরুল।
কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানির সঞ্চালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও আবদুস সালাম। এতে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনএনিউজ/আরকেসি