Bnanews24.com
Home » হবিগঞ্জে কার্ভাডভ্যান চাপায় নিহত ৬
কভার দুর্ঘটনা সারাদেশ সিলেট

হবিগঞ্জে কার্ভাডভ্যান চাপায় নিহত ৬

বিএনএ হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কার্ভাডভ্যান চাপায় সিএনজি চলিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। নিহতের মধ্যে ৪জন পুরুষ ও দুইজন নারী রয়েছে। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (১৬ আগস্ট) সকাল ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের জেলার শায়েস্তাগঞ্জের নছরতপুরে এ দুর্ঘটনা ঘটেছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম ও শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) অজয় চন্দ্র দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম জানান, সকালে শায়েস্তাগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় ওই কার্ভাডভ্যান। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। এসময় একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ