21 C
আবহাওয়া
১১:৪৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » খ্রিস্টান অল স্টার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

খ্রিস্টান অল স্টার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


বিএনএ, চট্টগ্রাম: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ‘খ্রিস্টান অল স্টার ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) চট্টগ্রামের সেন্ট প্লাসিড স্কুল এন্ড কলেজের মাঠে এই ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে দিয়াং রাইডার্স, বোয়ালখালী নাইটস, আলকরণ স্টর্ম, প্লাসিডিয়ান অ্যাভেঞ্জার্স, চান্দগাঁও এফসি, কাট্টলি কিংস এবং টার্মিনেটর নামে মোট ৭টি দল অংশ নেয়। দিয়াং রাইডার্স বোয়ালখালী নাইটসকে হারিয়ে শিরোপা জয় লাভ করে।

এছাড়া আয়োজনে ফেয়ার প্লে চান্দগাঁও এফসি, সেরা স্ট্রাইকার সানি (কাট্টলি কিংস), সেরা ডিফেন্ডার মুক্ত ত্রিপুরা (আলকরণ স্টর্ম), সেরা গোলরক্ষক ব্রায়ান চার্লস (প্ল্যাসিডিয়ান অ্যাভেঞ্জার্স) মনোনীত হয়। টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আর্চডায়োসিসের ভিকার জেনারেল ফাদার টেরেন্স রড্রিক্স। বিশেষ অতিথি ছিলেন পবিত্র জপমালা রাণীর গীর্জার পাল-পুরোহিত ফাদার রিগান ডি’কস্তা।

সেন্ট প্লাসিড হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ব্রাদার স্যামুয়েল সবুজ বালা এবং ব্রাদার সৈকত। টুর্নামেন্টটির আয়োজক ছিলেন চান্দগাঁও সেক্রেড হার্ট ওয়ার্ডের ড্যারেন, জোয়েল, লুকাস, নিকো, লরেন এবং জেসেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ