26 C
আবহাওয়া
৬:১২ পূর্বাহ্ণ - মে ১৩, ২০২৪
Bnanews24.com
Home » রাজশাহী মেডিকেলে ২৪ ঘন্টায় ১৫ মৃত্যু

রাজশাহী মেডিকেলে ২৪ ঘন্টায় ১৫ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ

বিএনএ, রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তে ৫ জন ও উপসর্গ নিয়ে আরো ১০ জনসহ মোট ১৫ জন মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি বলেন, গত একদিনে যে ১৫ জন মারা গেছেন এদের মধ্যে ১০ জনের বাড়ি রাজশাহী জেলায়। এ ছাড়া নাটোরের তিনজন, নওগাঁর একজন, পাবনার একজন এবং মেহেরপুর জেলার একজন করে মারা গেছেন। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত হাসপাতালটিতে রোগী ভর্তি রয়েছেন ৪৯৭ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ২০ জন। করোনা নিয়ে এ পর্যন্ত ভর্তি রয়েছেন ২৪২ জন।

এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২০০ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৫৬ জনের নমুনায়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ জন। এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল বাড়ি ফিরেছেন ৬২ জন।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ