26 C
আবহাওয়া
৭:২৯ পূর্বাহ্ণ - জুলাই ১০, ২০২৫
Bnanews24.com
Home » ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়া হবে: মাসুদ পেজেশকিয়ান

ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়া হবে: মাসুদ পেজেশকিয়ান


বিএনএ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, হামলা না থামালে ইসরায়েলকে ‘‘আরও কঠোর জবাব’’ দেওয়া হবে ।ইসরায়েল হামলা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে। এক্ষেত্রে ইসলামী দেশগুলোকে ‘দৃঢ় অবস্থান’ নেওয়ার আহ্বান জানান মাসুদ পেজেশকিয়ান।

রোববার ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন ।

মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান কোনও সংঘাত শুরু করেনি। বরং দৃঢ়তার সঙ্গে ইসরায়েলি হামলার জবাব দিয়েছে।

রোববারও টানা তৃতীয় দিনের মতো ইসরায়েলের বিভিন্ন শহরে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানি হামলার হালনাগাদ তথ্যে ইসরায়েল বলেছে, গত এক ঘণ্টায় ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তবে এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ভূপাতিত করার দাবি জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

ইরানের সশস্ত্র বাহিনী বলেছে, ইরানের আকাশে প্রবেশ করা ইসরায়েলি সামরিক বাহিনীর অন্তত ৪০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এদিকে, ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ১২৮ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে ৯০০ জন। শনিবার দুপুর পর্যন্ত ইসরায়েলি হামলায় ইরানে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ