17 C
আবহাওয়া
৭:৪৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » কক্সবাজারে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

কক্সবাজারে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের সদরের ঝিলংজা বিসিক সংলগ্ন এলাকা থেকে তৈয়াবুল হাসান ছোটন (২২) নামে এক সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার (১৬ জুন) রাত সাড়ে ১২টার দিকে লিংকরোড় ঝিলংজার সিকদার বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম তৈয়াবুল হাসান ছোটন(২২)। সে কক্সবাজার সদরের ঝিলংজা উত্তর মুহুরী পাড়া ৪নং ওয়ার্ডের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো শামসুল আলম খান।

তিনি জানান, র‍্যাব-১৫ এর চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদরের ঝিলংজার বিসিক সংলগ্ন সিকদার বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক মামলার আসামী তৈয়াবুল হাসান ছোটনকে আটক করা হয়।

শামসুল আলম খান আরো জানান, ছোটন গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে ছিলেন বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় মাদক মামলা রয়েছে। আটকের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ