26 C
আবহাওয়া
২:৫৯ পূর্বাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৪
Bnanews24.com
Home » জামালপুরে অপহরণ মামলায় একজনের যাবজ্জীবন

জামালপুরে অপহরণ মামলায় একজনের যাবজ্জীবন

জামালপুরে অপহরণ মামলায় একজনের যাবজ্জীবন

বিএনএ,জামালপুর : অপহরণ মামলায় জামালপুরের বকশীগঞ্জের আদনান শাকিল নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পবিার ( ১৬ জুন ) রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিজ্ঞ জজ মো. রফিকুল ইসলাম।

রায়ে অপর আসামী সবুজ মিয়া ও জাহিদুল ইসলাম জুমান তালুকদাকে খালাস দিয়েছে আদালত। বাদী পক্ষের আইনজীবী ছিলেন পিপি এডভোকেট আক্রাম হোসেন ও এডভোকেট ইসমাইল হোসেন সিরাজী। আসামী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট বাকী বিল্লাহ।

জানা যায়, ২০২০ সালের ৩ মার্চ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া সীমারপাড় গ্রামের স্কুল ছাত্রী জান্নাতুন্নাহার বুশরাকে অপহরণ করে একই গ্রামের শাদনান শাকিল (২২) নামে এক যুবক।

এ ব্যাপারে স্কুল ছাত্রী জান্নাতুন্নাহার বুশরার বাবা বরকত আলী বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরে পুলিশ প্রতিবেশী কুড়িগ্রাম জেলা থেকে স্কুল ছাত্রী জান্নাতু ন্নাহার বুশরাকে উদ্ধার ও আসামী আদনান শাকিলকে গ্রেপ্তার করে।

তদন্ত শেষে মামলার চার্জশীট দেন বকশীগঞ্জ থানা পুলিশ। স্বাক্ষ্য প্রমাণ শেষে ১৬ মাস পর জামালপুরের বিজ্ঞ আদালত আসামী আদনান শাকিলকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

বিএনএনিউজ২৪.কম/ এম শাহীন আল আমীন/এনএএম

Loading


শিরোনাম বিএনএ