30 C
আবহাওয়া
২:১৭ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » খুলনা করোনা হাসপাতালে আরও ৯ জনের মৃত্যু

খুলনা করোনা হাসপাতালে আরও ৯ জনের মৃত্যু

খুলনায় করোনাভাইরাসে আরো ১১ জনের মৃত্যু

বিএনএ, খুলনা : খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন কোভিডে ও ৪ জন উপসর্গে মারা গেছেন। এনিয়ে করোনা হাসপাতালে এ পর্যন্ত ৩১২ জন করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। মঙ্গলবার (১৫ জুন) থেকে বুধবার (১৬ জুন) বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকালপার্সন ও খুমেক হাসপাতালের আরএমও সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “হাসপাতালের ধারণক্ষমতার চেয়ে রোগীর সংখ্যা বেড়েছে। ফলে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। যেহেতু এখানে ১০০ বেড রয়েছে। তাই অতিরিক্ত ভর্তি হওয়া রোগীদের ফ্লোরে রেখে সেবা দিতে হচ্ছে।”
হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেডিকেটেড হাসপাতালে বিভিন্ন সময়ে এসব ব্যক্তিরা করোনা আক্রান্ত হয়ে ভর্তি হন। এদের মধ্যে চারজনের বাড়ি বাগেরহাটে এবং একজনের বাড়ি খুলনায়। এছাড়া হাসপাতালে ইয়োলো জোনে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চারজন।

এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনায় করোনা আক্রান্ত হয়েছেন আরও ১৪৯ জন। গত সাত দিনে আক্রান্তের সংখ্যা ৩৪ শতাংশ। তবে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ