বিএনএ,চট্টগ্রাম: বাংলাদেশ কোস্ট গার্ডের একক ও যৌথ অভিযানে উদ্ধার হওয়া প্রায় ৪৬ কোটি টাকা মূল্যের ইয়াবা ও গাঁজা ধ্বংস করা হয়েছে। ১৬ মে সকাল ১০টায় টেকনাফ কোস্ট গার্ড স্টেশনে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে ২৭ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল ২০২৫ পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোনের আওতাধীন কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ, সেন্টমার্টিন ও শাহপরীর আউটপোস্ট এলাকাসহ সমুদ্র উপকূলে পৃথক ১২টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এসব অভিযানে কোস্ট গার্ডের একক প্রচেষ্টা এবং র্যাবের সমন্বয়ে প্রায় ৪৫ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৯ লাখ ৬ হাজার ৪৭০ পিস ইয়াবা এবং ৬০ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশিদ তানভীর এসব তথ্য জানান।
জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে আলামত হিসেবে ৯৮০ পিস ইয়াবা এবং ১৭৫ গ্রাম গাঁজা সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়। বাকি ৯ লাখ ৫ হাজার ৪৯০ পিস ইয়াবা এবং ৬০ কেজি ২২৫ গ্রাম গাঁজা ধ্বংসের নির্দেশ দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কক্সবাজার। নির্দেশনা অনুযায়ী ১৬ মে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কক্সবাজার-১, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কক্সবাজার-৫ (মালখানা ইনচার্জ) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের প্রতিনিধিদের উপস্থিতিতে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়। ধ্বংস কার্যক্রমে কোস্ট গার্ডের পাশাপাশি র্যাব ও পুলিশের সদস্যরাও অংশগ্রহণ করেন।
বিএনএনিউজ/ নাবিদ