বিএনএ, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় বজ্রপাতে নিরোধ দাস (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার ধনপুর ইউনিয়নের দৈলং নয়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নিরোধ দাস ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে খড় শুকানোর কাজ করছিলেন নিরোধ দাস। এ সময় ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হলে তিনি দৌড়ে বাড়ি আসছিলেন। পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল এতথ্য নিশ্চিত করেছেন।
বিএনএনিউজ/এইচ.এম।