28 C
আবহাওয়া
২:৩২ পূর্বাহ্ণ - জুলাই ২, ২০২৫
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল কিশোরের

সীতাকুণ্ডে ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল কিশোরের

সীতাকুণ্ডে ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল কিশোরের

বিএনএ, চট্টগ্রাম: সীতাকুণ্ড পৌরসভাধীন এলাকায় ট্রেনে কাটা পড়ে নোমান (১৬) নামক এক কিশোরের মৃত্যু হয়েছে। সে কানে হেডফোন লাগিয়ে রেল লাইনে দাঁড়িয়ে থাকায় ট্রেনে কাটা পড়ে।

গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে উত্তর এয়াকুবনগর এলাকায় এই ঘটনাটি ঘটে। নোমান সীতাকুণ্ড
পৌরসভাস্থ উত্তর এয়াকুবনগর গ্রামের মোঃ আলমগীরের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, নোমান ওই এলাকায় রাতে রেললাইনে কানে হেডফোন লাগিয়ে দাঁড়িয়েছিল। এ সময় হঠাৎ চট্টগ্রাম অভিমুখি একটি অজ্ঞাত ট্রেন তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। তবে নোমানের মোবাইলে বিভিন্ন গেম খেলার অভ্যাস ছিল। যার ফলে ট্রেন আসার শব্দ সে শুনতে পায়নি।

প্রসঙ্গত, সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্পটে কানে হেডফোন লাগিয়ে কথা বলতে গিয়ে এ পর্যন্ত অনেকেই দুর্ঘটনায় নিহত হয়েছে। এদের মধ্যে স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি।

এদিকে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ আশরাফ সিদ্দিক বলেন, ইয়াকুবনগর এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহতের কোন খবর আমরা পাইনি। তবে খোঁজ নিচ্ছি আমরা।

বিএনএনিউজ/ নাবিদ

 

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত রাতের ভোটের দায় স্বীকার করে নূরুল হুদার জবানবন্দি লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির প্রেসিডেন্ট আলাউদ্দিন, সেক্রেটারি ইয়াসীন হীরা রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৯৯৫ মামলা এক লাখ ১০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার রাষ্ট্রের সংস্কারের পাশপাশি জনগণের ভাগ্যের পরিবর্তন চায় বিএনপি: মোস্তাফিজুর রহমান লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির প্রেসিডেন্ট আলাউদ্দিন, সেক্রেটারি ইয়াসীন হীরা সাবেক ডিআইজিসহ ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬ ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা ১৮ জুলাই