বিএনএ, মিরসরাই (চট্টগ্রাম): বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মিরসরাই আদর্শ থানা শাখার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় সিঙ্গেল ডিজিট সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠান। বৃহস্পতিবার (১৫ মে) মিঠাছরা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কতৃক আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানটি মাদ্রাসা হল রুমে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের মিরসরাই আর্দশ থানা শাখার সভাপতি সাকিব হোসাইনের সভাপতিত্বে ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়নের সভাপতি কফিল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারী মাঈন উদ্দিন রায়হান, বিশেষ মেহমান হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিজ্ঞান সম্পাদক-ইমতিয়াজ উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা আমীর মো. নুরুল কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা সাবেক আমীর আলহাজ্ব নুরুল করিম, ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা সাবেক দাওয়া ও মাদরাসা সম্পাদক মো. বোরহান উদ্দিনসহ ছাত্রশিবিরের দায়িত্বশীলরা।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার বিষয়ে পরামর্শসহ যাবতীয় প্রশ্নের সমাধানের মাধ্যমে নিজেকে একজন সৎ, দক্ষ ও দেশপ্রমিক নাগরিক হওয়ার আহবান জানানো হয়। এসময় প্রায় দেড় শতাধিক ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়।
বিএনএনিউজ/ আশরাফ উদ্দিন/ বিএম