29 C
আবহাওয়া
৬:৪০ পূর্বাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » শত বছরের বটগাছের সাথে এ কেমন শত্রুতা!

শত বছরের বটগাছের সাথে এ কেমন শত্রুতা!

শত বছরের বটগাছের সাথে এ কেমন শত্রুতা!

বিএনএ, লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি টংকাবর্তী খাল সংলগ্ন মজুমদারপাড়া এলাকায় তিন শতাধিক বছরের দাঁড়ি বটগাছ আগুন দিয়ে পুড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ মে) গভীররাতে কে বা কাহারা এ বটগাছে আগুন লাগিয়ে দেয়। গাছের ভিতরের কিছু অংশ পুড়ে গেছে।

সরেজমিন পরিদর্শনে গিয়ে জানা যায়, দীর্ঘ ৫শ বছরের পুরনো এ বটগাছ। দাঁড়ি বটগাছ হিসেবে পরিচিত। এখানে সনাতনী সম্প্রদায়ের লোকজন কালি পূজা করে আসছে। বটগাছের পার্শ্বে রয়েছে শ্বশ্বান। কিন্তু রাতের আঁধারে কে বা কাহারা শত বছরের বটগাছের ভিতরের অংশে আগুন লাগিয়ে দেয়।

এলাকার বাসিন্দা ডা. সমির আচার্য জানান, বটগাছে আমাদের পুর্ব পুরুষেরা কালী পূজা করে আসছে। আমরাও সেখানে কালি পূজা করে আসছি। সকাল ১০টার দিকে আমরা বিষয়টি জানতে পারলে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত এসে আগুন নিভানোর চেষ্টা করে। এতে বটগাছের অনেকাংশ পুড়ে গেছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ, লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি ডা. রিটন দাশ, এসআই শরীফুল ইসলাম, লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রুবেল আলম।

লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি ডা. রিটন দাশ জানান, বটগাছটি বহু বছর ধরে আমরা দেখে আসছি। এখানে আমাদের সনাতনী সম্প্রদায়ের পরিবারেরা কালি পূজা করে আসছে। পরিকল্পিতভাবে বটগাছে আগুন লাগিয়ে দেয়।

এলাকার বাসিন্দা চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবি কেশব কুমার আচার্য জানান, আমরা শত শত বছর ধরে বটগাছটি দেখে আসছি। আমরা প্রতি বছরে এখানে কালি পূজা করে আসছি। কিন্তু পরিকল্পিতভাবে সেখানে কে বা কাহারা আগুন লাগিয়ে দেয়। সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করছি।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রুবেল আলম জানান, আগুন লাগার বিষয়টি স্থানীয়রা আমাদেরকে অবহিত করলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বটগাছে আগুন নিভানোর চেষ্টা করি। তবে বটগাছের ভিতরের কিছু অংশ পুড়ে গেছে।

লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান জানান, বিষয়টি শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

বিএনএনিউজ/রায়হান সিকদার,বিএম

Loading


শিরোনাম বিএনএ