21 C
আবহাওয়া
১:৫৩ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » এফডিসিতে ফারুকের জানাজা সম্পন্ন

এফডিসিতে ফারুকের জানাজা সম্পন্ন


বিএনএ, ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আকবর হোসেন পাঠান ফারুকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৬ মে) দুপুর ১টা ৫০ মিনিটে এফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশনের সামনে খোলা জায়গায় মরহুমের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়।

জানাজার নামাজে অংশ নেন কাজী হায়াৎ, ডিপজল, আলমগীর, মিশা সওদাগর, ওমর সানী, রুবেল, নিরব, ফেরদৌসসহ বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি, চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় তথ্য মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার দুপুর ১টা ১০ মিনিটে এফডিসিতে পৌঁছায় ফারুকের মরদেহ। এফডিসিতে জানাজা শেষে ফারুকের মরদেহ নেয়া হবে চ্যানেল আই প্রাঙ্গণে। তারপর নেয়া হবে গুলশানের আজাদ মসজিদে। সেখানে বাদ আসর জানাজা শেষে মরদেহ নেয়া হবে ফারুকের জন্মস্থান গাজীপুরের কালীগঞ্জে। সেখানে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে সমাহিত হবেন চিত্রনায়ক ফারুক।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ