22 C
আবহাওয়া
১:৫০ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » ভাষা সৈনিক (২২) অধ্যক্ষ আবদুল মান্নান

ভাষা সৈনিক (২২) অধ্যক্ষ আবদুল মান্নান

ভাষা সৈনিক আবদুল মান্নান

শিক্ষাবিদ, সমাজসেবী, ক্রীড়া সংগঠক অধ্যক্ষ আবদুল মান্নান, রাষ্ট্রভাষা-আন্দোলনের সকল পর্বেই ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। পুরাতন ঢাকা-বাসীদের অনেকের মধ্যে যখন বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদা দানের প্রশ্নে বিরূপ মনোভাব ছিল, তখন সেই প্রতিকূল পরিবেশে অধ্যাপক আবুল কাসেমের উদ্যোগে আব্দুল মান্নানকে সাধারণ সম্পাদক করে ঢাকা মজলিস গঠন করে রাষ্ট্রভাষা আন্দোলনের পক্ষে প্রচারণা চালান হয়।

পুরানো ঢাকাবাসীদের ভাষা-আন্দোলনে সম্পৃক্ত করতে ঢাকা মজলিসের মাধ্যমে আবদুল মান্নান ব্যাপক কর্মতৎপরতা চালান। পুরাতন ঢাকায় রাষ্ট্রভাষার পক্ষে কাজ করতে গিয়ে তিনি একাধিকবার আক্রমণের শিকার হয়। ১৯৫২ সালের ভাষা-আন্দোলনে আবদুল মান্নানের অসামান্য অবদান রয়েছে। এ সময়ের প্রায় সকল আন্দোলনেই তিনি অংশ নেন। আন্দোলনের কারণে তিনি নির্যাতন ভোগ করেন।

১৯৪৮ সালে এক পর্যায়ে আবদুল মান্নান রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের অস্থায়ীভাবে কনভেনরের দায়িত্বও পালন করেন। ষাটের দশকে প্রিন্সিপাল আবুল কাসেম যখন বাংলা মাধ্যমে প্রথম কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেন, তখন অন্যান্য নৈশ কলেজ হিসেবে বাংলা কলেজের যাত্রা শুরু হয়। শিক্ষা আন্দোলনেও জনাব মান্নানের অনন্য অবদান রয়েছে। সমাজবাদী জনাব মান্নান ত্রাণ বিতরণ করতে গিয়ে নৌদুর্ঘটনায় প্রাণ হারান।

সূত্র: যারা অমর ভাষা সংগ্রামে, লেখক: এমআর মাহবুব

সম্পাদনায়: মনির ফয়সাল

পড়ুন আগের পর্ব: ভাষা সৈনিক (২১) সৈয়দ আব্দুল ওয়াহেদ

Loading


শিরোনাম বিএনএ