বিএনএ, হবিগঞ্জ : জেলার আজমিরীগঞ্জের শিবপাশা হাওরে ধান কাটার সময়ে বজ্রপাতে ২ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোহনবাগ গ্রামের মনিরুল ইসলাম (২২) ও একই এলাকার কপিল উদ্দিন (৪৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এবিএম মাইদুল হাসান।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে একদল শ্রমিক জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা হাওরে ধান কাটছিল। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের মরদেহ আজমিরীগঞ্জ থানায় রয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম,ওজি