15 C
আবহাওয়া
৪:১২ পূর্বাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » ৪৪ ঘণ্টা পর আড়িয়াল খাঁ নদে মিলল ২ বোনের মরদেহ

৪৪ ঘণ্টা পর আড়িয়াল খাঁ নদে মিলল ২ বোনের মরদেহ


বিএন এ, বরিশাল : বরিশালের মুলাদীতে আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে নিখোঁজের ৪৪ ঘণ্টা পর দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৭টায় ও ১০টায় আড়িয়াল খাঁ নদ থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

মুলাদী ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা মো. নুরুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

এর আগে গত রোববার বেলা ২টার দিকে ঢালীবাড়ি লঞ্চঘাটে গোসলে গিয়ে নিখোঁজ হয় তারা।

মৃত দুই বোন হলো উপজেলার চরকালেখান ইউনিয়নের গলইভাঙ্গা গ্রামের মো. মাহমুদ হাসানের মেয়ে হাবিবা হাসান অর্পা (১৭) এবং মো. বাবুর মেয়ে সিদরাতুল মুনতাহা হাফসা (১৩)। তারা সম্পর্কে চাচাতো বোন।

স্থানীয়রা জানায়, ওই দুই বোনের পরিবার ঢাকায় থাকত। ঈদে গ্রামের বাড়িতে বেড়াতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে গোসলে নদে নেমে ডুবে যায়।

মুলাদী ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা মো. নুরুল ইসলাম বরিশালটাইমসকে বলেন, দুই বোন নিখোঁজের পর জেলে ও স্থানীয়দের নিয়ে উদ্ধার কাজ শুরু করা হয়। আজ সকাল ৭টার দিকে ঢালীবাড়ি লঞ্চঘাট থেকে ২০০ গজ পশ্চিমে অর্পার মরদেহ পাওয়া যায়। পরে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে বানীমর্দন লঞ্চঘাট এলাকা থেকে সিদরাতুল মুনতাহা হাফসার ভাসমান মরদেহ পাওয়া গেছে।

বিএনএনিউজ/সাইয়েদ কাজল/এইচ.এম/এইচমুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ
পাকিস্তানে পৌঁছেছেন মালালা ইউসুফজাই পাকিস্তানীরা এখন হতে অনলাইনে বাংলাদেশের ভিসা পাবে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট সেবায় রোলমডেল হয়ে উঠবে-উপদেষ্টা শারমীন ইসলামবিদ্বেষীদের মোকাবেলায় জাতিগত ঐক্য খুবই জরুরি-ব্রুনাই হাই কমিশনার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় সাকিব গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: আব্দুল হান্নান মাসুদ চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রিফাত গ্রেপ্তার সংখ্যালঘুদের ওপর বেশিরভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পুলিশ বিজিএমইএ’র নির্বাচন এপ্রিলে "জুলাই অভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ"-নাহিদ ইসলাম