14 C
আবহাওয়া
১০:১৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » মুজিবনগর দিবসে বন্ধ থাকছে ব্যাংক

মুজিবনগর দিবসে বন্ধ থাকছে ব্যাংক

ঘোষণা ছাড়াই দেশে আনা যাবে ২০ হাজার ডলার

বিএনএ, ঢাকা: ঐতিহাসিক মুজিবনগর দিবস আগামীকাল রোববার। এ উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় রোববার (১৭ এপ্রিল) সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।

শনিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি ছুটি ঘোষিত হওয়ায় মুজিবনগর দিবস উদ্‌যাপন উপলক্ষে মুজিবনগর উপজেলায় ব্যাংকের সব শাখা, উপশাখা রোববার বন্ধ থাকবে। তবে দেশের অন্যান্য জেলা-উপজেলায় ব্যাংকের শাখা যথারীতি চালু থাকবে।

রমজানে ব্যাংকে লেনদেন হচ্ছে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকছে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ