25 C
আবহাওয়া
৬:০৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন

বিএনএ, ঝিনাইদহঃ ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাই ও ভাতিজার লাঠির আঘাতে মকবুল হোসেন মোল্লা (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের ভগবাননগর গ্রামে এঘটনা ঘটে।

শুক্রবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার (১৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা।

মকবুল সদর উপজেলার ভগবাননগর গ্রামের মইনুদ্দিন মোল্লার ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলার ভগবাননগর গ্রামের মকবুল হোসেন মোল্লা ও তার ছোট ভাই মনিরুল মোল্লার জমি নিয়ে বিরোধ চলে আসছি। বৃহস্পতিবার বিকেলে বিরোধপুর্ণ জমিতে মকবুল মোল্লা ঘর নির্মাণ করতে গেলে তাকে বাধা দেয় মনিরুল ও বোন পারভীন আক্তার, ভাগিনা রাশেদুলসহ অন্যান্যরা। বাক-বিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বেঁধে যায়। এতে গুরুতর আহত হয় মকবুলসহ ৩ জন।

সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মকবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করেছেন স্বজনরা।

ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ঘটনার পর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক মকবুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ দু জনকে গ্রেফতার করেছে।

বিএনএ/আতিক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ