বিএনএ, বিশ্বডেস্ক : শ্রীলঙ্কা জাতীয় দলের সাবেক ক্রিকেটার ধাম্মিকা প্রসাদ ক্রিকেট ছেড়েছেন অনেক দিন হয়ে গেল। শ্রীলঙ্কার চলমান আন্দোলনে সরাসরি যোগ দেওয়া প্রথম ক্রিকেটার হিসেবে অনশনে বসেছেন তিনি।
খবরে বলা হচ্ছে,দেশটির আর্থিক পরিস্থিতির উন্নতি দাবি জানিয়ে এবং তিন বছর আগে হওয়া ইস্টার সানডেতে ভয়াবহ বোমা হামলার বিচার চেয়ে ২৪ ঘণ্টার অনশনে বসেছেন ধামিকা প্রাসাদ। শ্রীলঙ্কায় চলমান সরকার বিরোধী আন্দোলনকারীরাও সমর্থন জানিয়েছেন ধামিকা প্রাসাদের এই অনশনে।
শুক্রবার প্রেসিডেন্ট গোটাবায়ার কার্যালয়ের অদূরে ‘গল ফেস’ নামক উন্মুক্ত স্থানে অনশনে বসেন প্রাসাদ। রাজাপাকসের বিরোধীরাও ধীরে ধীরে যোগ দেন তার সঙ্গে। পরে সাংবাদিকদের প্রাসাদ বলেন, ‘ওই বোমার হামলায় নিহত সমস্ত নির্দোষ মানুষের জন্য দায়ীদের বিচার চাই।’
বিএনএনিউজ/এইচ.এম।