25 C
আবহাওয়া
১:২৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » টাঙ্গাইলে ২টি ট্রাকের সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইলে ২টি ট্রাকের সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইলে ২টি ট্রাকের সংঘর্ষে নিহত ৩

বিএনএ টাঙ্গাইল: টাঙ্গাই‌লের কালিহাতী‌ উপজেলায় দুইটি ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। শুক্রবার (১৬ এ‌প্রিল) বিকে‌লে উপ‌জেলার চরভাবলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে এ ঘটনা ঘ‌টে।তাৎক্ষ‌ণিকভা‌বে নিহত‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি। তবে তারা শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান,লকডাউ‌নের কারণে প‌রিবহন না পে‌য়ে বিকল্পভাবে ওই তিন শ্রমিক বা‌ড়ি যাওয়ার জন্য ট্রা‌কে ক‌রে উত্তরব‌ঙ্গে যা‌যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটে দুর্ঘটনা।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শ‌ফিকুল ইসলাম বলেন, দু‌টি ট্রাকই উত্তরব‌ঙ্গের দি‌কে যা‌চ্ছিল। এক‌টি ট্রাক মহাসড়‌কের চরভাবলা এলাকায় দাঁড়িয়ে ছিল। পেছন থে‌কে আ‌রেক‌টি ট্রাক এ‌টিকে ধাক্কা দেয়। এ‌তে হতাহতের ঘটনা ঘটে।

তিনি ব‌লেন, হতাহত‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি। তবে তারা শ্রমিক ছিলেন। এ ঘটনায় এক‌টি ট্রাক জব্দ করা হ‌য়ে‌ছে। আ‌রেক‌টি ট্রা‌কের খোঁজ পাওয়া যায়‌নি বলে জানান ওসি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ