17 C
আবহাওয়া
৯:০৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » জমি সংক্রান্ত বিরোধ : খুন হলো বারহাট্টায় সাবেক মেম্বার

জমি সংক্রান্ত বিরোধ : খুন হলো বারহাট্টায় সাবেক মেম্বার

আসমা ইউনিয়নের ছোট কৈলাটী

বিএনএ, নেত্রকোনা : নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের ছোট কৈলাটী গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে সাবেক মেম্বার মো. রুবেল মিয়াকে কুপিয়ে হত‌্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৬ এপ্রিল) সকালে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রুবেল মিয়া উপজেলার কৈলাটী গ্রামের মৃত সামছু মিয়ার ছেলে।

ওসি জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে রুবেল মিয়া বাড়ির পাশে মাদ্রাসা থেকে বাড়িতে যাচ্ছিলেন। এসময় তার পথ অবরোধ করে কতিপয় দুর্বৃত্তরা। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে তারা। এসময় রুবেলের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানায়, রুবেলের চাচাতো ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে তার জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

আজ মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে বলেও জানান পুলিশের ওসি।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ