19 C
আবহাওয়া
১:৫১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৫
Bnanews24.com
Home » অবন্তিকার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

অবন্তিকার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর


বিএনএ, কুমিল্লা: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (১৬ মার্চ) দুপুর ১২টায় তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।

অবন্তিকার মা তাহমিনা শবনম জানান, ময়নাতদন্ত শেষে জোহরের নামাজের পর কুমিল্লা সরকারি কলেজে অবন্তিকার জানাজার নামাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। পরে শাসনগাছায় অবন্তিকার বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

এদিকে, ফাইরুজ অবন্তিকার মৃত্যুর জন্য দায়ীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবিতে কুমিল্লা পূবালী চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

উল্লেখ্য, শুক্রবার রাতে কুমিল্লার বাগিচা গাওয়ের নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা। এর আগে তিনি ফেসবুক স্ট্যাটাসে তার মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও এক সহপাঠীকে দায়ী করেন। অবন্তিকার মৃত্যুর ঘটনার পর থেকেই দায়ীদের বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে কুমিল্লার পূবালী চত্বরে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

বিএনএ/এমএফ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ