25 C
আবহাওয়া
৮:০৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » মধ‌্য গাজায় বোমা হামলায় এক ভবনেই নিহত ৩৬

মধ‌্য গাজায় বোমা হামলায় এক ভবনেই নিহত ৩৬

গাজা উপত্যকা

বিশ্ব ডেস্ক: কেন্দ্রীয় গাজার ৭তলা একটি ভবনে ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে ৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার(১৬মার্চ) জানায়, নুসিরাত শরণার্থী শিবিরের কাছে মধ্য গাজার বাস্ত্যুচ্যুত বেশ কয়েকটি পরিবারের আশ্রয় নেয়া একটি বহুতল ভবনে  ইসরাইলী বিমান হামলার পর অন্তত ৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। নিহতদের অধিকাংশ নারী ও শিশু।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বোমা হামলায় একটি পরিবারের বাড়ি ধ্বংস হয়েছে এবং নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।

৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩১,৪৯০ ফিলিস্তিনি নিহত এবং ৭৩,৪৩৯ জন আহত হয়েছে। ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৩৯ জন এবং কয়েক ডজনকে বন্দী করা হয়েছে।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ