25 C
আবহাওয়া
৫:০৯ পূর্বাহ্ণ - মে ৫, ২০২৪
Bnanews24.com
Home » তুরস্কে ভূমিকম্পের পর বন্যায় নিহত ১৪

তুরস্কে ভূমিকম্পের পর বন্যায় নিহত ১৪

তুরস্কে ভূমিকম্পের পর বন্যায় নিহত ১৪

বিএনএ ডেস্ক : ভূমিকম্পে প্রাণ ও প্রচুর সম্পদের ক্ষয়ক্ষতির পর এবার তুরস্কে হঠাৎ বন্যায় ১৪ জন নিহত হয়েছে। বুধবার আকস্মিক এ বন্যা হয়।

এএফপির খবরে বলা হয়েছে, বন্যায় তুরস্কের ভূমিকম্প-বিধ্বস্ত অঞ্চলজুড়ে তাঁবু ও কনটেইনার আবাসনে বসবাসকারী কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে।

তুর্কি কর্মকর্তারা বলেছেন, গত মাসের ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার রাস্তাগুলো কর্দমাক্ত নদীতে পরিণত হয়েছে এবং এতে করে বন্যার পানির স্রোতে আরও অনেক লোক ভেসে গেছেন।

এদিকে তুরস্কের ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলে বন্যার কিছু ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে বন্যার পানিতে বহু গাড়িকে ভেসে যেতে এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের বসবাসের জন্য স্থাপন করা অস্থায়ী আবাসন প্লাবিত হতে দেখা যায়।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্কের দক্ষিণাঞ্চল ও উত্তর-পশ্চিম সিরিয়া। এতে এখন পর্যন্ত প্রায় ৫৪ হাজার মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে কেবল তুরস্কেই প্রাণ হারিয়েছেন ৪৮ হাজারের বেশি মানুষ। অন্যদিকে সিরিয়ায় প্রাণহানির সংখ্যা প্রায় ৬ হাজার।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ