নিউজিল্যান্ডের কেরমাডেক আইল্যান্ডস দ্বীপপুঞ্জ বৃহস্পতিবার (১৬ মার্চ ২০২৩) সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। এর মাত্রা ছিল ৭ দশমিক ১। এলাকাতে সুনামির সতর্কতা জারী করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক বিভাগ তথ্যে বলা হয়েছে, ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পনের উৎসস্থল ছিল। এখনো পর্যন্ত ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৩০০ কি.মিটারের মধ্যে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
নিউজিল্যান্ডের কেরমাডেক আইল্যান্ডস এবং সামগ্রিকভাবে এর আশপাশের অঞ্চল তথাকথিত প্যাসিফিক রিং অব ফায়ারের অংশ। এটি প্রশান্ত মহাসাগরীয় বেসিনকে ঘিরে ফল্ট লাইনের একটি চাপ, যা বড় ধরনের ভূমিকম্পপ্রবণ।
অস্ট্রেলিয়া জানিয়েছে, ওই ভূমিকম্পে অস্ট্রেলিয়ায় কোন সুনামির হুমকি নেই।
বিএনএ,জিএন