25 C
আবহাওয়া
২:৫৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ট্রেনে চড়ে ৩ দেশের প্রধানমন্ত্রী কিয়েভে

ট্রেনে চড়ে ৩ দেশের প্রধানমন্ত্রী কিয়েভে

রাশিয়া

বিএনএ বিশ্ব ডেস্ক: ইউক্রেনে রাশিয়ান হামলার ২০তম দিনে রাজধানী কিয়েভে গেলেন ইউরোপের তিনটি দেশের প্রধানমন্ত্রী। মঙ্গলবার পোল্যান্ড, স্লোভেনিয়া ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী ট্রেন

যোগে কিয়েভে যান। তবে তারা বৈঠক শেষে নিজ দেশে ফিরে গেছেন কী না তা জানা যায়নি। খবর বিবিসির

ইউরোপীয় ইউনিয়নের দিক থেকে নিরাপত্তা ঝুঁকির সতর্কবাণী সত্ত্বেও তিন প্রধানমন্ত্রীর এ সফরের উদ্যোক্তা ছিল পোল্যান্ড। তিন প্রধানমন্ত্রী ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ পোলিশ সামরিক জেটের উড্ডয়ন রাশিয়ার কাছে বিপজ্জনক উসকানি হিসেবে বিবেচিত হতে পারে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতিউস মোরাভিয়েস্কি বলেছি

লেন, নতুন ইতিহাস তৈরি হতে যাচ্ছে ইউক্রেনের রাজধানীতে।

মঙ্গলবার বিকেলে কারফিউ বলবৎ হওয়ার পর কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন তিন প্রধানমন্ত্রী। পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে নিয়ে ব্রিফিং করেন তারা। উভয় নেতা তিন প্রধানমন্ত্রীকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

এদিকে মঙ্গলবার সকাল থেকেই ইউক্রেনর রাজধানী কিয়েভের ওপর যুদ্ধবিমান দিয়ে হামলা চালায় রাশিয়া। বিমান প্রস্তুতকারক সংস্থা অ্যান্টোনোভ সিরিয়াল প্রোডাকশন প্ল্যান্টের উপর একের পর এক গোলাবর্ষণ করে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ