বিএনএ ডেস্ক : কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্তে মৎস্য ঘেরে লুকানো আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৩৮ লাখ টাকার১ কেজি ৭৬ গ্রাম আইস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার(১৫ মার্চ) ভোর রাতে হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী সীমান্তে মৎস্য ঘের থেকে ওই সব আইস উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে যুক্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার সংবাদের সত্যতা নিশ্চিত করেন্।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জিম্বংখালী বিওপির একটি বিশেষ টহল দল নুরুল কবিরের মৎস্য ঘেরে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে ১ কেজি ৭৬ গ্রাম আইস জব্দ করা হয়। মালিক নুরুল কবিরের সম্ভাব্য স্থানে অভিযান চালানোর পরেও পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
নুরুল কবির খারাংখালী মহেশখালীয়া পাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে। তাঁকে পলাতক দেখিয়ে মামলা রুজু করা হয়েছে।
বিএনএ/ওজি