29 C
আবহাওয়া
২:২৪ পূর্বাহ্ণ - এপ্রিল ১৪, ২০২৫
Bnanews24.com
Home » চলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণ

চলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণ

চলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণ

বিএনএ, ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফরম পূরণ, ডাটা এন্ট্রি ও সোনালী সেবার মাধ্যমে ফি জমাদান চলছে। আবেদন ফরম পূরণ করা যাবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ তারিখ: ২৬/০২/২০২৫ থেকে ২৭/০২/২০২৫ রাত ১১: ৫৯ মিনিট পর্যন্ত। সোনালী সেবার মাধ্যমে টাকা জমার শেষ তারিখ ০৪/০৩/২০২৫ বিকেল চারটা পর্যন্ত।

বিবরণী ফরম ও অন্যান্য কাগজপত্র জমাদান/সংরক্ষণ সম্পর্কিত: বিবরণী ফরম ও অন্যান্য কাগজপত্র ২০২৩ সালের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ থেকে ৪ মাস পর্যন্ত সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ সংরক্ষণ করবেন। (আঞ্চলিক কেন্দ্রে জমা দেওয়ার প্রয়োজন নেই)

২০১৪–২০১৫ ও ২০১৫–২০১৬ শিক্ষাবর্ষের পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলি

*** বিভিন্ন কলেজের অধ্যক্ষ মহোদয়ের সুপারিশ করা শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে অনার্স ১ম বর্ষ ও ২য় বর্ষে Promoted কিন্তু অনার্স ৩য় বর্ষের এক বা একাধিক কোর্সে (F) গ্রেড রয়েছে এবং অনার্স ৪র্থ বর্ষে অংশগ্রহণ করেননি বা অংশগ্রহণ করে এক বা একাধিক কোর্সে (F) গ্রেড রয়েছে, সেসব শিক্ষার্থী অনার্স ৩য় বর্ষের এক বা একাধিক কোর্সে ফরম পূরণ বাবদ ২ হাজার টাকা ও জরিমানা বাবদ ৩ হাজার টাকা সর্বমোট ৫ হাজার টাকা ফি প্রদান করে শুধু ২০২৩ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সুযোগ পাবেন।

*কোনো শিক্ষার্থী ফরম পূরণ করতে ব্যর্থ হলে, পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে বা পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হলে কোনো অবস্থাতেই পরবর্তী সময়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে আবেদন করতে পারবেন না।

*এক বা একাধিক কোসে৴ ফরম পূরণের জন্য মোট ৫ হাজার টাকা লাগবে। বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট ভিজিট করতে হবে।

বিএনএনিউজ / আরএস

Loading


শিরোনাম বিএনএ