বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আওয়ামী লীগ সমর্থিত সারোয়াতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) নগরীর সদরঘাট এলাকা থেকে স্থানীয় থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার বেলাল হোসেন (৬০) বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতিও তিনি। তার বাড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ গ্রামে।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলার তদন্তে প্রাপ্ত আসামি বেলাল হোসেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হবে।
বিএনএনিউজ/ বাবর মুনাফ/ এসজিএন